Menu

আলোর প্রদীপ মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯

 

 

 

 

প্রতিযোগিতায় যে কোন বাংলাদেশী অংশগ্রহন করতে পারবে।

প্রতিযোগিতার বিষয়াবলীঃ-

 

১। ফটোগ্রাফি ।

*বিষয়ঃ বাংলার গ্রাম।

 

-ছবি পাঠানোর নিয়মাবলীঃ-

– যে কোন ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা যাবে। এমনকি আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও     ছবি তুলে পাঠাতে পারবেন ।
– ছবির বিষয়বস্তু পরিস্কার না হলে সেই ছবি গ্রহনযোগ্য হবেনা।
– কোনভাবেই অন্য কারো ছবি নিজের ছবি বলে দেয়া যাবেনা।আপনাকে নিশ্চিত করতে হবে , যে ছবিটি আপনি সাবমিট করবেন তা অন্য কোথাও, কোন সাইটে বা ফেসবুকে আগে কখনও প্রকাশিত হয় নি।
– কোন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে তা বর্ণনা লিখে দিতে হবে।
– ই-মেইলের সাইজ ২ মেগাবাইট  এর বেশী হতে পারবেনা।
– একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ছবি দিতে পারবেন ।

 

২। চিত্রাঙ্কন ।

*বিষয়ঃ- আমাদের গ্রাম।

*যে কোন মাধ্যমে আঁকা ছবি মোবাইল ফোনের ক্যামেরা বা অন্য যেকোন ক্যামেরা দিয়ে ছবি তুলে “আলোর দূত” ফেইসবুক গ্রুপে পোষ্ট করতে হবে।এবং পর্বর্তিতে উক্ত আঁকা ছবি আমাদের নিকট জমা দিতে হবে।এবং আঁকা ছবি অবশ্যই নিজের হতে হবে।

 

৩। কার্টুন (দ্রোহ)।

*যে কোন মাধ্যমে আঁকা কার্টুনের ছবি তুলে “আলোর দূত” ফেইসবুক গ্রুপে পোষ্ট করতে হবে।কোনভাবেই অন্যর আঁকা কার্টূন জমা দেয়া যাবে না।

৪। কবিতা (স্বদেশ) ।

৫। ছড়া ।

৬। অনু-কবিতা।

৭। গল্প (ভৌতিক) ।
* সময়সীমাঃ
জমা প্রদানের তারিখ শুরু হবেঃ ০১ এপ্রিল ২০১৯ খ্রিঃ।
জমা প্রদানের শেষ দিনঃ ০১ মে ২০১৯ খ্রিঃ।
ফলাফলের তারিখঃ ১৫ই মে ২০১৯ খ্রিঃ।
ফলাফল প্রকাশ করার স্থানঃ “আলোর দূত” ফেইসবুক গ্রুপ।

* কিভাবে এবং কোথায়  জমা দিবেন?

আপনার প্রতিযোগিতার বিষয় তৈরি থাকলে পোষ্ট করুন আমাদের ফেসবুক গ্রুপ “আলোর দূত” এবং একই সাথে আপনার নাম, ঠিকানা, মোবাইল আর বয়স লিখে আমাদের ই-মেইল করে দিন এই ঠিকানায় allor.dut.2017@gmail.com
ই-মেইলের Subject এ “নির্দিষ্ট বিষয়ের নাম ” লিখবেন।
আপনার প্রতিযোগিতার বিষয়টি প্রকাশিত হলে লিংকটি শেয়ার করুন সবার সাথে। যত বেশী লাইক আর কমেন্ট আসবে আপনার জেতার সম্ভাবনা তত বেশী। লাইক এবং কমেন্ট এবং পাবলিক Response এবং সম্মানিত বিচারকের রায়ের উপরে ভিত্তি করে বিজয়ী নির্বাচিত করা হবে।
ই-মেইলের সাথে নিম্নোক্ত তথ্য গুলো পাঠাবেনঃ
Name:
Address:
Mobile No:
Photo Titile:

বিস্তারিত তথ্যের জন্য:  ভিজিট করুন www.allorprodip2008.org

 

No comments

Leave a Reply

প্রধান উপদেষ্টা

মোঃ আব্দুল রাজ্জাক

সহযোগী অধ্যাপক
সরকারি কুমুদিনী মহিলা কলেজ, টাঙ্গাইল

চেয়ারম্যান

এম এম মেহেরুল

 

সাধারণ সম্পাদক

মোঃ বোরহান উদ্দিন