
আলোর দিশারী ছিন্নমূল শিশুদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। আলোর দিশারী ২০১৪ সাল হতে বগুড়া পৌর পার্কে অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণে যাত্রা শুরু করে।আলোর দিশারী অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা, স্যানিটেশন, মূল্যবোধ সৃষ্টি, সহ তাদের পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছে। তাছাড়াও প্রতিবছর শীতে কাপড় দেয়া, মেডিকেল ক্যাম্প, ফল উৎসব, ঈদ উৎসব সহ ধারাভিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে আলোর দিশারী বগুড়া পৌর পার্কে অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাশি সোনাতলা উপজেলা খাটিয়ামারীর চরে ২টি,নওগা জেলায় ১টি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১টি স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদান করে আসছে।
আলোর দিশারীর প্রধান লক্ষ্যে অধিকারবঞ্চিত শিশুদের সুশিক্ষিত,সুনাগরিক ও সাবলম্বী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে তারা শিশুদের বিভিন্ন কুঠির শিল্প ও হাতের কাজ সহ কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছে। তাদের এই অনন্য কাজের স্বিকৃতিস্বরুপ আলোর প্রদীপ সংগঠন আলোর দিশারী (ছিন্নমূল শিশুদের স্কুল) কে “আলোর প্রদীপ সম্মাননা ২০১৯” প্রদান করছে।




Leave a Reply