
৩য় বারের মতো এবারও সমাজসেবা ,সাংস্কৃতিক , ক্রীড়া ,শিক্ষা ,সাংবাদিকতা ,শিল্প -সাহিত্য ,গবেষণা,দক্ষ সংগঠক,সঙ্গীত এ বিশেষ অবদানের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠান কে “আলোর প্রদীপ সম্মাননা-২০২০” এবং একজন প্রবীন গুণীজনকে “আজীবন সম্মাননা” প্রদান করা হবে। এ ক্ষেত্রে যেকোন প্রতিষ্ঠান অথবা ব্যক্তি নিজের/ গুনীজনের পক্ষে নাম প্রস্তাব করতে পারবে। প্রস্তাবিত নাম যাচাই-বাছাই শেষে “আলোর প্রদীপ সম্মাননা-২০২০” এর জন্য চূড়ান্ত করা হবে। আগামী ৩১/১২/২০২০খ্রিঃ পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে। নাম প্রস্তাব করতে এই লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
https://forms.gle/SfnhvL2KQNq8jzTXA




Leave a Reply