ক্যাম্পেইনে যেকোন বয়সের নাগরিক অংশগ্রহণ করতে পারবে।ক্যাম্পেইনে নিবন্ধনকৃত প্রত্যেকেই একটি টি শার্ট,সনদপত্র,আকর্ষনীয় গিফট পাবে।সমগ্র উপজেলায় মোট ৬টি ভেন্যুতে ক্যাম্পেইন পরিচালিত হবে।নিবন্ধনকৃত সকলেই নির্ধারিত পছন্দের ভেন্যুতে অংশ নেয়ার পাশাপাশি সকল ভেন্যুতে অংশ নিতে পারবে।যারা সকল ভেন্যুতে অংশ নিবে তাদের অতিরিক্ত পুরস্কারের ব্যাবস্থা থাকবে। ২৬শে জুন ২০১৯ এ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ক্যাম্পেইনের ইতি হবে।
ক্যাম্পেইন সময়ঃ ১ জুন ২০১৯ হতে ২৬ জুন ২০১৯ পর্যন্ত।
আয়োজকঃ তথ্য ও প্রকাশনা উপ-কমিটি,আলোর প্রদীপ।
সার্বিক যোগাযোগঃ মোবাইল- ০১৭৭০০৭৩২৮১
নিবন্ধন করতে লিংকে প্রবেশ করুন। অথবা নিজের নাম,ঠিকানা,মোবাইল নাম্বার লিখে কমেন্ট করুন। ধন্যবাদ




Leave a Reply