
প্রজ্ঞাপন
——————————
স্বারকঃ- আ/প/ক/স/সা-০৩-১৯-২৭৮
তারিখঃ ০২/১০/২০১৯খ্রিষ্টাব্দ।
বিষয়ঃ সাধারণ সদস্যপদ বাতিল প্রসঙ্গে।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৪/০৯/২০১৯ খ্রিষ্টাব্দে প্রেরিত কারন দর্শানোর নোটিশ যাহার স্বারক- আ/প/ক/স/সা-০৩-১৯-২৭৭ নির্দেশনা মোতাবেক অত্র সংগঠনের সদস্য মোঃ সোহানুর রহমান (সোহান),সদস্য নংঃ-৯৮,সাং-নীলকন্ঠপুর,পোষ্ট-বারোপাইকা,থানা-গোবিন্দগঞ্জ,জেলা-গাইবান্ধা এর নিকট হতে প্রেরিত নোটিশের কোনরূপ জবাব প্রাপ্ত না হওয়ায় আলোর প্রদীপ গঠনতন্ত্রের দ্বিতীয় অধ্যায় এর অনুচ্ছেদ-০৪ এর (ক) নং বিধি [(ক) গঠনতন্ত্র ও বিধি সমূহ মান্য করা , শৃংখলা রক্ষা করা, সাংগঠনিক দায়িত্ব পালন করা এবং সাংগঠনিক অর্জিত সকল সম্পদ রক্ষা করা প্রত্যেক সদস্যর একান্ত কর্তব্য ।] ও তৃতীয় অধ্যায় অনুচ্ছেদ-০৩ এর (ক) নং বিধির (৫,৬) উপবিধি [৫। সর্বক্ষেত্রে সর্বদায় সংঠনের স্বার্থ সংরক্ষনে সচেষ্ট থেকে সাংগঠনিক কার্যপরিধি বিস্তৃত করতে প্রয়াস চালানো , ৬। গঠনতন্ত্রের প্রতি সম্পূর্ন আনুগত্য স্থাপন ও কার্যপরিষদের সকল সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট থাকা ।] লঙ্ঘিত হওয়ায় সাংগঠনিক নির্বাহী ক্ষমতাবলে সাধারণ সদস্যপদ বাতিল করা হলো। উল্লেখ্য যে, প্রজ্ঞাপন জারির তারিখ হতে সে আলোর প্রদীপ সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেনা সেই সাথে তার কোনোরূপ কার্যক্রমের দায়ভার সংগঠন গ্রহন করবে না।
আদেশক্রমে-
এস এম আহসান কবির
সাধারণ সম্পাদক
আলোর প্রদীপ।




Leave a Reply